স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে দু’দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের ফুটবল ম্যাচটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৪২ পাবনা নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, বেড়া পৌর মেয়র আলহাজ্ব আবদুল বাতেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট এস,এম আসিফ শামস রঞ্জন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ইমরুল কায়েস, উৎসর্গ ফাউন্ডেশনের সম্পাদক তানজিনা খান।